It was just an unusual holiday morning. I’m getting bored with reinstalling my Operating System. All on a sudden my roommate came up. After greetings I was talking about passing the free time of today. Suddenly his eyes were glowed telling “let’s make a visit to the time machine”. I wondered & I asked “Time machines exist! “. Owah! I was excited about where to go. Anyway I just left the computer in middle of the installation. And then prepared for visiting the time machine. My roommate was ready with some digital paper on his hand. On the way of going to the time machine he gave a brief about it. It was made by Hasin Hayder based on Einstein’s relativity theory. It’s a secret project. Because everyone can’t get to the machine. He was not a student of physics so can’t say more than that information.
কিভাবে মজিলা লোকালাইজেশনে অবদান রাখবেন।
লোকালাইজেশন কি?
প্রথমত, এটি একটি ইংরেজী শব্দ। একে localization অথবা localization দুই ভাবেই লেখা যায় , আবার আদর করে বা গিকি স্টাইলে একে l10n ও বলা যায়। আসলে l এবং n এর মধ্যবর্তি ১০ টা অক্ষরের কারণেই একে l10n নামে ডাকা হয়। টার্ম টা বাংলা করলে দাড়ায়, “স্থানীয়করন” ,এটা অবশ্য শুনতে একটু অন্যরকম লাগে। নির্দিষ্ট দেশ বা অঞ্চলের উপযুক্ত করে একটি পন্য বা প্রোডাক্টকে ওই অঞ্চলের চলিত ভাষায় অনুবাদ করাটাই আসলে লোকালাইজেশন।
Create Bootable USB flash Drive-Part 2
Hope you guys are still alive and been well. I am back with the next part of Creating Bootable USB Flash Drive. In the first part, we’ve learned how to make bootable USB of Windows operating system. Today we’ll learn how to make bootable USB of any Linux distros(Distribution)
Create Bootable USB flash Drive-Part 1
How you install your OS(Operating System), By a bought DVD ? or Download the .iso file and burn it to dvd? What if your device is without a optical drive ? or With a corrupted optical drive ?
Well. In case of me , I don’t think about the optical drive. Usually I take a pen drive make it bootable and then install the OS with it. So , How you gonna make a bootable usb flash drive? Its pretty easy, I’ll tell you how I make usb flash drive. Before doing that there is some precautions that you should know about.
Hello Earth
This is the first post of my blog. So pretty impressing , Insanity starts here. We will go through the way together. Don’t know what will I post and when will I post. So there wont be any schedule. Better you should be subscribed here or my facebook profile( Check right side of the header) to see what’s been posted.
I am just a noob on everything. So if I mess up please identify and report me. It would be great to have critics and appreciation.
প্রজন্ম ফোরামে আমার তিন হাজার পোস্ট ও কিছু ফটোগ্রাফি।
হেল্লো ফোরামিক ভাই ও বোনেরা। আমি ফিরোজ আহমাদ বলছি , বাংলাদেশের বননী থেকে । সম্প্রতি প্রজন্ম ফোরামের ৩০০০ পোস্টের অধিক পোস্ট কমপ্লিট করেছি । তাই বটগাছে নতুন একটি টপিক লিখতে যাচ্ছি , চলে আসুন না আমার সঙ্গে ।
আসলে লিখার জন্য কোন টপিকই খুজে পাচ্ছিলাম না । কিন্তু ৩০০০ পোস্ট কমপ্লিট করে ফেলেছি তাই একটা নতুন টপিক না লিখলে নিজের কাছে কিরকম যেন দোষী মনে হচ্ছিল । আসলে আমি প্রচুর অলস , একারনেই ফোরামে পোস্ট বেশি থাকলেও আমার টপিক কম , আর সম্মাননা ও খুব একটা বেশি নয় ।
Continue reading “প্রজন্ম ফোরামে আমার তিন হাজার পোস্ট ও কিছু ফটোগ্রাফি।”
সুপার ওয়ান ক্লিক দ্বারা এক ক্লিকে রুট করুন আপনার এন্ড্রয়েডকে ( জিপি ক্রিস্টাল এন্ড্রয়েড 2.2.2 ডিভাইসে পরীক্ষিত)+ গ্যালাক্সি এইস সিস্টেমে সহজ পদ্ধতিতে রুট ।
পুর্বকথাঃ আমার জিপি ক্রিস্টাল কে রুট করতে বহু ঝামেলা পোহাতে হয়েছে । কিছুতেই হচ্ছিল না । কোন ভাল টিঊটোরিয়াল ও পাচ্ছিলাম না । আর বাংলায় তো নেই ই । ভবিষ্যতে রুটিং এর ঝামেলায় পরলে যাতে আর কাউর আমার মত খাটুনি খাটতে না হয় তার জন্যই এই টিউটোরিয়াল ।
এন্ড্রয়েডে আমার ব্যাবহৃত এপ সমুহ ।
আমার এন্ড্রয়েড:
ডিভাইসঃ জিপি ক্রিস্টাল (Huawei U8500)
রমঃ bangal gp 2.2.2
ব্যাবহৃত এপসমুহঃ
গ্রামিনফোন ক্রিস্টাল ( আমার রম bangal gp 2.2.2 ) রিভিউ ।
ভেবেছিলাম এত কম বাজেট + স্পেসিফিকেশনের পচা মোবাইল নিয়ে রিভিউ না লেখাই উত্তম । কিন্তু ফোরামের কয়েকজন হালকা পাতলা আলোচনা এবং নিজের কিছু একটা ক্ষমতার ফলে রিভিউ লিখতে বাধ্য হলাম ।
প্রথমেই বলে নেই গ্রামীনফোন ক্রিস্টাল আসলে টি মোবাইলের স্পন্সর করা ( !) হুয়াওয়ের একটি মোবাইল। যার মডেল u8500।
Continue reading “গ্রামিনফোন ক্রিস্টাল ( আমার রম bangal gp 2.2.2 ) রিভিউ ।”
আমি ও আমার ক্যাম্পাস (NHTTI ) [প্রজন্মে স্বপ্নিল ভাইয়ের সম্পাদনা করা আমি ও আমার ক্যাম্পাসের ধারাবাহিক পর্বের একটি পর্ব।]
ক্যাম্পাস এবং আমার সম্পর্কে স্বপ্নিল ভাইয়ের লেখাঃ
আজকের অতিথি আমাদের সবার চেনা জানা মুখ ত্রিনিত্রির রাশিমালা বা ফিরোজ। সে পড়াশোনা করছে NHTTI (NATIONAL HOTEL & TOURISM TRAINING INSTITUTE) তে।
আমি খুব অসুস্থ থাকায় তাকে খুব একটা সাহায্য করতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দু:খিত। তার উত্তরগুলো বেশ গোছানো, আমার কাছে অনেক ভাল লেগেছে, আর ছবিগুলোও বেশ সুন্দর। আমি ফিরোজের উপর বেশ সন্তুষ্ট। আমি শুধু ফিরোজের জন্যই অনলাইনে এসে এ টপিক করলাম, নাহলে টপিক খোলার মত অবস্থা আমার নেই। অসুস্থতার কারণে এর বেশি কিছু বলছি না। সবাই আমার জন্য দোয়া করবেন।