হেল্লো ফোরামিক ভাই ও বোনেরা। আমি ফিরোজ আহমাদ বলছি , বাংলাদেশের বননী থেকে । সম্প্রতি প্রজন্ম ফোরামের ৩০০০ পোস্টের অধিক পোস্ট কমপ্লিট করেছি । তাই বটগাছে নতুন একটি টপিক লিখতে যাচ্ছি , চলে আসুন না আমার সঙ্গে ।
আসলে লিখার জন্য কোন টপিকই খুজে পাচ্ছিলাম না । কিন্তু ৩০০০ পোস্ট কমপ্লিট করে ফেলেছি তাই একটা নতুন টপিক না লিখলে নিজের কাছে কিরকম যেন দোষী মনে হচ্ছিল । আসলে আমি প্রচুর অলস , একারনেই ফোরামে পোস্ট বেশি থাকলেও আমার টপিক কম , আর সম্মাননা ও খুব একটা বেশি নয় ।
প্রজন্ম ফোরামে আসার পর থেকেই ফোরাম থেকে একটার পর একটা জিনিস শিখেই যাচ্ছি । পরিচিত হয়েছি অনেক ভাল মানুষের সাথে, অনেক সময় উপভোগ করেছি তাদের সাথে ।প্রজন্মের কাছে এজন্য কৃতজ্ঞ।অনেককেই প্রচুর পরিমানে জ্বালিয়েছি । তারা যে এত জ্বালা সত্ত্বেও এই বিরক্তিকর আমাকে সহ্য করেছেন এজন্য তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ ।
আমি একটু বিরক্তিকর টাইপের । যদি আমার কোণ ব্যাবহারে কেউ দুঃখ পেয়ে থাকেন আমি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত।
এবার আসি ফটোগ্রাফির ব্যাপারে । আসলে এটাই বোধ হয় মেইন টপিক । এনিওয়ে এ ছবিগুলোর অধিকাংশই এতদিন আমার কম্পিঊটারের কোণে পরেছিল । সিলেকশনের বাইরে ছিল । কাল ওগুলো থেকেই এ কয়টা বের করলাম শেয়ার করার জন্য ।এখানে কোন ছবিই ফটোশপ দিয়ে এডিটীত না (অতএব আমার বিরক্তিকর এডিটীং থেকে মুক্ত ) তবে দুই একটা হালকা পিকাসিত (পিকাসা দিয়ে এডিট করা ) ।
ফটোগ্রাফি গুলো দেখার আগে নিম্নোক্ত পয়েন্টগুলো দেখে নিন ।
১। ফোকাস বিভাগে না দেয়ার কারন হল এখানে শুধু আমার তোলা ছবি নয় অন্যের তোলা ছবিও আছে । তাদের নাম ছবির বিবরনে থাকবে । আর আমার ছবিও আছে ।
২। এ ফটো গুলো আমার অনেক ভাল লাগলেও অনেকেরই হয়তো ভাল লাগবে না। তাই তো বটগাছে নিজের দুঃখ জানালাম এবং এ কারনেই ছবিগুলোর আগে পরে মাঝখানে প্রচুর পরিমানে ফাও প্যাচাল থাকবে ।
১।
Wonder Of Shylet 2 by Ahmad Firoz, on Flickr
জাফলং থেকে তোলা। ফ্রেন্ড রা খুব ফুর্তি করতেছিল। আমিও পার্টিসিপেট করেছিলাম ওদের সাথে । হঠাৎ জানতে পারলাম এক বন্ধু সাতার জানে না । মনটা কিছুক্ষন খারাপ ছিল । তখনই ক্যাপচার করি এ ফটোটা। পরে মন ভাল হয়ে গিয়েছিল এবং কোন রকম দুর্ঘটনা ছাড়াই সেদিনের ফুর্তি সম্পন্ন করি । ছবিটি রিসাইজ এবং ক্রপ ছাড়া কোন এডিট করা হয় নি ।
২।
Rewinding Memories. by Ahmad Firoz, on Flickr
একরাত সিলেটে ছিলাম । সারাদিন প্রচুর ফুর্তি করেছি । যেহেতু ল্যাপ্টপ নেই নি(একচুয়ালি কীবোর্ড নষ্ট ছিল ) তাই আগের পদ্ধতিতে ডায়েরি লিখলাম এক পাতা। এ অবস্থাই তোলা হল এটা। এ ছবিটিও রিসাইজ এবং ক্রপ ছাড়া কোন এডিট করা হয় নি।
ফটোগ্রাফিঃ আসাদুজ্জামান সজল (আমার ভ্রমনসংগী এবং একজন ভাল বন্ধু)
৩।
Danger zOne by Ahmad Firoz, on Flickr
প্রচুর পরিমানে মজা করেছি যেদিন মাধবকুন্ড গিয়েছিলাম । এবং ছোটখাটো এডভেঞ্চারও দিয়েছিলাম। তাই রশির বাইরে এ বিপদজনক স্থানে গিয়েছিলাম এবং পরিকুন্ড গিয়েছিলাম । হয়ত নাও ফিরে আসতে পারতাম । তবে তখন ওসব কিছুই পরোয়া করি নাই (অতিরিক্ত পাকনামি )। ছবিটি রিসাইজ এবং ক্রপ ছাড়া কোন এডিট করা হয় নি । যেহেতু ওয়াটারপ্রুফ ক্যামেরা তাই এতক্ষন ছিল। নইলে ………বুঝতেই পারছেন।
ফটোগ্রাফিঃ ফুর্তির মধ্যে কে যে তুলেছিল খেয়াল করি নাই
৪।
Multitasking Processor ME by Ahmad Firoz, on Flickr
বাড়িতে গেলে প্রায়ই স্কুলের কাজে এরকম কপি পেস্ট বা চ্যাটিং এ ব্যাস্ত থাকি । ডেস্কটপ ও ল্যাপটপে একই সাথে কাজ করতে হয় মাঝে মাঝে। এই সুযোগেই এটা তোলা । এ ছবিটি শুধু রিসাইজ করা হয়েছে ।
ফটোগ্রাফিঃ ফরহাত আহমাদ। (আমার সবচেয়ে ভাল বন্ধু এবং ছোট ভাই এবং শত্রু )
৫।
Pen by Ahmad Firoz, on Flickr
ছবিটির কনসেপ্ট টা আমার দারুন লেগেছে । ওর (ফটোগ্রাফার) এর মাথায় এ সাবজেক্ট টা আসবে ভাবতেই পারিনি । এই বয়সে এবং অনভিজ্ঞ অবস্থায় তুলেছে । তবে পরে আমি ঠিক করে একটা ভাল করে তুলেছিলাম । কিন্তু ওর সাবজেক্ট হিসেবেই
ওর তোলা ফটোটাই একটূ ক্রপ করে দিলাম ।
ফটোগ্রাফিঃ ফরহাত আহমাদ।
৬।
LIL by Ahmad Firoz, on Flickr
আহবান ( কিশোর ও তরুনদের বিজ্ঞান সংঘটন ) এর সাপ্তাহিক সভায় গিয়েছিলাম । হঠাৎ করেই কলি আপু ক্যামারাটা চাইল । দেখি এই পিচ্চির ফটো তুলে নিয়ে হাজির । জানিনা এ পিচ্চি কে ? কিন্তু দেখতে খুবই কিউট? কি বলেন ? । ছবিটি হালকা পিকাসিত ।
ফটোগ্রাফিঃ কলি মুস্তফা ( রক্তের কোন সম্পর্ক না থাকলেও একইসংগে আপু এবং বন্ধু । অনেক কিছু শিখেছি উনার কাছে থেকে।)
৭।
Unknown trend by Ahmad Firoz, on Flickr
কবে তুলেছি? কখন তুলেছি? কিভাবে তুলেছি?কোথায় তুলেছি? কিছুই মনে করতে পারছি না । কম্পিঊটারে ছিল , এবং এক্সিফ ডাটা দেখে বুঝলাম আমারই তোলা। ভাল লাগল তাই শেয়ার করলাম । খুবই হালকা পরিমানে পিকাসিত ।
৮।
Black Beauty by Ahmad Firoz, on Flickr
আগে প্রায় প্রতিদিনই গুলাশান পার্কে যেতাম , এখন খুব একটা যাওয়া হয় না। সময় ফুলগুলো তুলতে ইচ্ছা হল একদিন । তুলে নিলাম । ছবিটী শুধু রিসাইজ করা হয়েছে ।
৯।
Obscure Beauty by Ahmad Firoz, on Flickr
হঠাৎ করেই কাল কম্পিঊটারে দেখলাম । ৭ নং ছবির মতই কিছুই জানা নেই। ৭ আর এটি একি দিনে তোলা(এক্সিফ অনুযায়ী)। ওইদিনের মেমোরি হারিয়ে গেল নাকি ? । এখন মনে পড়লেও বলব না । উহ্য থাক । ছবিটী পিকাসিত ।
১০।
Bricks & amp by Ahmad Firoz, on Flickr
গ্রামের বাড়িতে কোন এক নির্মানাধীন বাড়ীর অংশ । যতবারই দেখি ততবারই মনে হয় “আমি তো ঈটের মত কঠিন না” । ছবিটী হালকা পিকাসিত ।
পরিশেষে কষ্ট করে যারা আমার এ বাড়তি জ্বালাটুকো সহ্য করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি । । ভাল থাকবেন সবাই ।
প্রজন্ম ফোরামের বটগাছ বিভাগে প্রকাশিত ।
https://forum.projanmo.com/topic31788.html