প্রজন্ম ফোরামে আমার তিন হাজার পোস্ট ও কিছু ফটোগ্রাফি।1 min read

হেল্লো ফোরামিক ভাই ও বোনেরা। আমি ফিরোজ আহমাদ বলছি , বাংলাদেশের বননী থেকে । সম্প্রতি প্রজন্ম ফোরামের ৩০০০ পোস্টের অধিক পোস্ট কমপ্লিট করেছি । তাই বটগাছে নতুন একটি টপিক লিখতে যাচ্ছি , চলে আসুন না আমার সঙ্গে ।

সলে লিখার জন্য কোন টপিকই খুজে পাচ্ছিলাম না । কিন্তু ৩০০০ পোস্ট কমপ্লিট করে ফেলেছি তাই একটা নতুন টপিক না লিখলে নিজের কাছে কিরকম যেন দোষী মনে হচ্ছিল  । আসলে আমি প্রচুর অলস , একারনেই ফোরামে পোস্ট বেশি থাকলেও আমার টপিক কম  , আর সম্মাননা ও খুব একটা বেশি নয় ।


প্রজন্ম ফোরামে আসার পর থেকেই ফোরাম থেকে একটার পর একটা জিনিস শিখেই যাচ্ছি । পরিচিত হয়েছি অনেক ভাল মানুষের সাথে, অনেক সময় উপভোগ করেছি তাদের সাথে ।প্রজন্মের কাছে এজন্য কৃতজ্ঞ।অনেককেই প্রচুর পরিমানে জ্বালিয়েছি  । তারা যে এত জ্বালা সত্ত্বেও এই বিরক্তিকর আমাকে সহ্য করেছেন এজন্য তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ ।
আমি একটু বিরক্তিকর টাইপের । যদি আমার কোণ ব্যাবহারে কেউ দুঃখ পেয়ে থাকেন আমি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত।
এবার আসি ফটোগ্রাফির ব্যাপারে । আসলে এটাই বোধ হয় মেইন টপিক  । এনিওয়ে এ ছবিগুলোর অধিকাংশই এতদিন আমার কম্পিঊটারের কোণে পরেছিল । সিলেকশনের বাইরে ছিল । কাল ওগুলো থেকেই এ কয়টা বের করলাম শেয়ার করার জন্য ।এখানে কোন ছবিই ফটোশপ দিয়ে এডিটীত না (অতএব আমার বিরক্তিকর এডিটীং থেকে মুক্ত  )   তবে দুই একটা হালকা পিকাসিত (পিকাসা দিয়ে এডিট করা ) ।
ফটোগ্রাফি গুলো দেখার আগে নিম্নোক্ত পয়েন্টগুলো দেখে নিন ।

১। ফোকাস বিভাগে না দেয়ার কারন হল এখানে শুধু আমার তোলা ছবি নয় অন্যের তোলা ছবিও আছে । তাদের নাম ছবির বিবরনে থাকবে । আর আমার ছবিও আছে ।
২। এ ফটো গুলো আমার অনেক ভাল লাগলেও অনেকেরই হয়তো ভাল লাগবে না। তাই তো বটগাছে নিজের দুঃখ জানালাম এবং এ কারনেই ছবিগুলোর আগে পরে মাঝখানে প্রচুর পরিমানে ফাও প্যাচাল থাকবে ।

১।
https://farm7.static.flickr.com/6120/6341848848_b2e80e2559_z.jpg
Wonder Of Shylet 2 by Ahmad Firoz, on Flickr

জাফলং থেকে তোলা। ফ্রেন্ড রা খুব ফুর্তি করতেছিল। আমিও পার্টিসিপেট করেছিলাম ওদের সাথে । হঠাৎ জানতে পারলাম এক বন্ধু সাতার জানে না । মনটা কিছুক্ষন খারাপ ছিল । তখনই ক্যাপচার করি এ ফটোটা। পরে মন ভাল হয়ে গিয়েছিল এবং কোন রকম দুর্ঘটনা ছাড়াই সেদিনের ফুর্তি সম্পন্ন করি । ছবিটি রিসাইজ এবং ক্রপ ছাড়া কোন এডিট করা হয় নি ।

২।
https://farm7.static.flickr.com/6107/6341847110_10c6e6e505_z.jpg
Rewinding Memories. by Ahmad Firoz, on Flickr

একরাত সিলেটে ছিলাম । সারাদিন প্রচুর ফুর্তি করেছি । যেহেতু ল্যাপ্টপ নেই নি(একচুয়ালি কীবোর্ড নষ্ট ছিল )  তাই আগের পদ্ধতিতে ডায়েরি লিখলাম এক পাতা। এ অবস্থাই তোলা হল এটা। এ ছবিটিও রিসাইজ এবং ক্রপ ছাড়া কোন এডিট করা হয় নি।
ফটোগ্রাফিঃ আসাদুজ্জামান সজল (আমার ভ্রমনসংগী এবং একজন ভাল বন্ধু)

৩।
https://farm7.static.flickr.com/6105/6341095201_b2f3021a45_z.jpg
Danger zOne by Ahmad Firoz, on Flickr

প্রচুর পরিমানে মজা করেছি যেদিন মাধবকুন্ড গিয়েছিলাম । এবং ছোটখাটো এডভেঞ্চারও দিয়েছিলাম। তাই রশির বাইরে এ বিপদজনক স্থানে গিয়েছিলাম এবং পরিকুন্ড গিয়েছিলাম । হয়ত নাও ফিরে আসতে পারতাম । তবে তখন ওসব কিছুই পরোয়া করি নাই  (অতিরিক্ত পাকনামি )। ছবিটি রিসাইজ এবং ক্রপ ছাড়া কোন এডিট করা হয় নি । যেহেতু ওয়াটারপ্রুফ ক্যামেরা তাই এতক্ষন ছিল। নইলে ………বুঝতেই পারছেন।
ফটোগ্রাফিঃ ফুর্তির মধ্যে কে যে তুলেছিল খেয়াল করি নাই

৪।
https://farm7.static.flickr.com/6042/6341092351_4a4cd8ef2b_z.jpg
Multitasking Processor ME by Ahmad Firoz, on Flickr

বাড়িতে গেলে প্রায়ই স্কুলের কাজে এরকম কপি পেস্ট বা চ্যাটিং এ ব্যাস্ত থাকি । ডেস্কটপ ও ল্যাপটপে একই সাথে কাজ করতে হয় মাঝে মাঝে। এই সুযোগেই এটা তোলা । এ ছবিটি শুধু রিসাইজ করা হয়েছে ।
ফটোগ্রাফিঃ ফরহাত আহমাদ। (আমার সবচেয়ে ভাল বন্ধু এবং ছোট ভাই এবং শত্রু  )

৫।
https://farm7.static.flickr.com/6228/6341090891_195067c581_z.jpg
Pen by Ahmad Firoz, on Flickr

ছবিটির কনসেপ্ট টা আমার দারুন লেগেছে । ওর (ফটোগ্রাফার) এর মাথায় এ সাবজেক্ট টা আসবে ভাবতেই পারিনি । এই বয়সে এবং অনভিজ্ঞ অবস্থায় তুলেছে । তবে পরে আমি ঠিক করে একটা ভাল করে তুলেছিলাম । কিন্তু ওর সাবজেক্ট হিসেবেই
ওর তোলা ফটোটাই একটূ ক্রপ করে দিলাম ।
ফটোগ্রাফিঃ ফরহাত আহমাদ।

৬।
https://farm7.static.flickr.com/6106/6341089251_63bfd3de0b_z.jpg
LIL by Ahmad Firoz, on Flickr

আহবান ( কিশোর ও তরুনদের বিজ্ঞান সংঘটন ) এর সাপ্তাহিক সভায় গিয়েছিলাম । হঠাৎ করেই কলি আপু ক্যামারাটা চাইল । দেখি এই পিচ্চির ফটো তুলে নিয়ে হাজির । জানিনা এ পিচ্চি কে ? কিন্তু দেখতে খুবই কিউট? কি বলেন ?   । ছবিটি হালকা পিকাসিত ।
ফটোগ্রাফিঃ কলি মুস্তফা ( রক্তের কোন সম্পর্ক না থাকলেও একইসংগে আপু এবং বন্ধু । অনেক কিছু শিখেছি উনার কাছে থেকে।)

৭।
https://farm7.static.flickr.com/6231/6341836806_62677791c2_z.jpg
Unknown trend by Ahmad Firoz, on Flickr

কবে তুলেছি? কখন তুলেছি? কিভাবে তুলেছি?কোথায় তুলেছি? কিছুই মনে করতে পারছি না  । কম্পিঊটারে ছিল , এবং এক্সিফ ডাটা দেখে বুঝলাম আমারই তোলা। ভাল লাগল তাই শেয়ার করলাম  । খুবই হালকা পরিমানে পিকাসিত ।

৮।
https://farm7.static.flickr.com/6057/6341833120_bbb9cc61c5_z.jpg
Black Beauty by Ahmad Firoz, on Flickr

আগে প্রায় প্রতিদিনই গুলাশান পার্কে যেতাম , এখন খুব একটা যাওয়া হয় না। সময় ফুলগুলো তুলতে ইচ্ছা হল একদিন । তুলে নিলাম  । ছবিটী শুধু রিসাইজ করা হয়েছে ।

৯।
https://farm7.static.flickr.com/6098/6341829770_70ec3fd221_z.jpg
Obscure Beauty by Ahmad Firoz, on Flickr

হঠাৎ করেই কাল কম্পিঊটারে দেখলাম । ৭ নং ছবির মতই কিছুই জানা নেই। ৭ আর এটি একি দিনে তোলা(এক্সিফ অনুযায়ী)। ওইদিনের মেমোরি হারিয়ে গেল নাকি ?   । এখন মনে পড়লেও বলব না । উহ্য থাক । ছবিটী পিকাসিত ।

১০।
https://farm7.static.flickr.com/6118/6340332961_a91f341fe6_z.jpg
Bricks & amp by Ahmad Firoz, on Flickr

গ্রামের বাড়িতে কোন এক নির্মানাধীন বাড়ীর অংশ । যতবারই দেখি ততবারই মনে হয় “আমি তো ঈটের মত কঠিন না”  । ছবিটী হালকা পিকাসিত ।

পরিশেষে কষ্ট করে যারা আমার এ বাড়তি জ্বালাটুকো সহ্য করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি ।  । ভাল থাকবেন সবাই ।

প্রজন্ম ফোরামের বটগাছ বিভাগে প্রকাশিত ।
https://forum.projanmo.com/topic31788.html