এন্ড্রয়েডে আমার ব্যাবহৃত এপ সমুহ ।1 min read

আমার এন্ড্রয়েড:

ডিভাইসঃ জিপি ক্রিস্টাল (Huawei U8500)
রমঃ bangal gp 2.2.2

ব্যাবহৃত এপসমুহঃ

Android Assistance এবং Android Booster : ব্যাটারি এবং প্রসেসর এর জন্য ।
Bangla Dictionary: e2b অভিধান
Barcode Scanner: বার কোড স্ক্যান করে ।
CallRecorder : নামেই পরিচয়
Canvas Lite : ফটোশপের মত টুকটাক ব্রাস করা যায় ।
Chess: দাবা
Documants to go : সকল ধরনের ডকুমেন্ট রিড করার জন্য । ডিফল্টভাবেই দেয়া ছিল ।
Dolphin Browser mini ও Opera Mini & Opera Mobile : ব্রাউজার
AngryBirds: ব্যাখ্যার প্রয়োজন আছে কি ?
Ant Smasher: টিপে টিপে পিপড়া মারতে ভালই লাগে smile
jbed : জাভা এমুলেটর ।
Mig33: সাধারন মাল্টি মেসেঞ্জার ।
Mixzing & Winamp : মিউজিক প্লেয়ার ।
Moboplayer: ভিডীও প্লেয়ার ।
PicSay & Photoshop Express: ফটো এডিটর ।
Callblock, Virtual Recorder & Zipviewer : নামেই পরিচয়  thumbs_up
Screen Grabber : স্ক্রিনশট নেয়ার এপ। আনরুটেড অবস্থাই কাজ করে ।
SoloLite & Drumkit : একটা গিটার বাজায় আরেকটা ড্রাম ।  smile
সর্বশেষে আমার সবচেয়ে প্রিয় এপ (৮৩ ভাইয়ের দেখাদেখি ইন্সটল করেছিলাম )
Talking Tomcat 2 : হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার মত অবস্থা ।
Google skymap: মহাকাশের তারা/নক্ষত্র সবকিছুর অবস্থান আপনার বর্তমান লোকেশন অনুযায় এই মুহুর্তে কোথায় আছে সেটা দেখিয়ে দিতে পারে।
gps essentials: ফুল ফিচারড ট্যুর গাইড এবং জিপি এস। ইন্সটল করলেই বুঝবেন 😛 ।
imdb : imdb র তৈরি করা অফিসিয়াল এপ ।


Comments

2 responses to “এন্ড্রয়েডে আমার ব্যাবহৃত এপ সমুহ ।1 min read

  1. হুমম…দারুন কিছু এপপ ই চালাচ্ছেন দেখা যাচ্ছে 😀

    1. আপনাকে ধন্যবাদ। প্রত্যেকটা এপ ই আমার অত্যান্ত প্রিয় । 😉

Leave a comment