সুপার ওয়ান ক্লিক দ্বারা এক ক্লিকে রুট করুন আপনার এন্ড্রয়েডকে ( জিপি ক্রিস্টাল এন্ড্রয়েড 2.2.2 ডিভাইসে পরীক্ষিত)+ গ্যালাক্সি এইস সিস্টেমে সহজ পদ্ধতিতে রুট ।1 min read

পুর্বকথাঃ আমার জিপি ক্রিস্টাল কে রুট করতে বহু ঝামেলা পোহাতে হয়েছে । কিছুতেই হচ্ছিল না । কোন ভাল টিঊটোরিয়াল ও পাচ্ছিলাম না । আর বাংলায় তো নেই ই । ভবিষ্যতে রুটিং এর ঝামেলায় পরলে যাতে আর কাউর আমার মত খাটুনি খাটতে না হয় তার জন্যই এই টিউটোরিয়াল ।

রুট করার আগে যে সমস্ত কিছু দেখে নেওয়া জরুরি ।

১।যারা এন্ড্রয়েড রুটিং সস্পর্কে কিছুই জানেন না তারা মেহেদী ৮৩ এর এই  পোস্টে ঢু মেরে দেখতে পারেন । 🙂

২। এটা অধিকাংশ এন্ড্রয়েড ফোনে কাজ করবে। কিন্তু যে সমস্ত ফোনে কাজ করবে না তারা হলঃ
Sprint EVO 4G (HTC Supersonic)
Droid Incredible (HTC Incredible)
HTC Desire GSM
HTC Desire CDMA (HTC BravoC)
HTC Aria
Droid Eris (HTC DesireC)
HTC Wildfire (HTC Buzz)
HTC Legend
MyTouch Slide
এসমস্ত ডিভাইসের জন্য https://theunlockr.com/how-tos/android-how-tos/ লিঙ্কে ঢু মেরে দেখতে পারেন

৩।এটা আপনাকে রুট করতে দেবে । অবশ্যই রুট আপনার নিজ দায়িত্বে করবেন । রুট করার কিছু অপকারী দিক আছে যা নিমিষেই আপনার এন্ড্রয়েড এডভেঞ্চার এবং টাকা নষ্ট করে দিতে পারে সো বি কেয়ারফুল ।

৪। এটা করার জন্য আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটার লাগবে ।

৫। এটা করার জন্য আপনার Microsoft .NET framework 2.0 বা তধোর্ধ ভার্সন লাগবে ( উইন্ডোজ সেভেনে আগেই দেয়া থাকে ) আর উইন্ডোজের অন্যান্য ভার্সনের জন্য লিঙ্কঃ
৩২ বিটঃলিঙ্ক
৬৪ বিটঃলিঙ্ক

ইনস্টলেশন ও রুটিং

১।সুপার ওয়ান ক্লিকের লেটেস্ট ভার্সন টী ডাউনলোড করুন এবং আনজিপ করুনঃ
লিঙ্ক

২। আপনার ফোণে Settings > Applications > Development > নিশ্চিত করুন USB Debugging চেক অন করা আছে ।

৩। আপনার ফোনটি কম্পিউটারের সাথে ইউ এস বি কেবল দ্বারা যুক্ত করুন ।

৪। রুট বাটন টিতে ক্লিক করুন এবং শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
যদি এটা waiting for device… এসে আটকে যায় তাহলে নিচের পদ্ধতিগুলোতে চেষ্টা করুন
ক) চেক করুন USB DIBUGGING (Application>>Settings>> USB Debugging) চালু করা আছে কিনা।
খ) রুটিং প্রোগ্রাম টি বন্ধ করুন । আপনার ফোন টিকে বন্ধ করুন (প্লাগড ইন রেখেই)। রুটিং প্রোগ্রাম টা খুলুন এবং রুট এ ক্লিক করুন । এবং ফোনটাকে চালু করুন দেখুন কাজ হয় কিনা। (জিপি ক্রিস্টালে কাজ হয়নি । সুতরাং ক্রিস্টাল ডিভাইসে এটা করার দরকার নেই । )
গ) প্রোগ্রামটি বন্ধ করুন এবং ফোন টি আনপ্লাগ করুন। তারপর পিডিএ নেট ডাউনলোড করুন এবং এর স্ক্রিনে দেয়া প্রসিডিঊর অনুযায়ী ইন্সটল করুন। এটা আপনার কম্পিঊটারে ম্যানুয়ালি USB ড্রাইভার গুলোকে ইন্সটল করবে ।
এটা ঠিকভাবে ইনস্টল হলে আপনার ডিভাইস টিকে প্লাগ ইন করুন এবং রুটিং প্রোগ্রাম ওপেন করে রুট করার চেষ্টা করুন । ( জিপি ক্রিস্টাল হলে এখানেই হয়ে যাবার কথা )
ঘ) যদি এটা তারপরো কাজ না করে তাহলে আপনাকে কষ্ট করে ইংরেজিতে লেখা  এই পোস্ট টি অনুযায়ী ADB সেট আপ করুন । তারপর নতুন করে কাজ শুরু করুন

৫।রুটিং হয়ে গেলে আপনার ফোনে সুপারইউজার নামে একটি এপ দেখতে পাবেন।রুট লাগে এমন যেকোন এপ চালিয়ে দেখতে পারেন ।

৬। কি ভাবছেন এত বড় টিউটোরিয়াল অথচ ছবি নাই :P। আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়াল

অতিরিক্ত:

১। জিপি ক্রিস্টালে বাংলা ফন্ট ইন্সটল করার পর

২। রুটিং এর মাধ্যমে আপনি এক অন্যরকম এন্ড্রয়েড জগতে প্রবেশ করলেন। কিছু উপকারি রুট লাগে এমন এপঃ
ক) Adfree: ফ্রি এপ সমুহের এড বন্ধ করার জন্য।
খ) Move2SD Enabler: নামেই পরিচয়
গ) Font Changer: ফন্ট চেঞ্জ করার জন্য ।(জিপি ক্রিস্টালের বাংলার জন্য লোহিত ফন্ট টাকে আমার ভাল লেগেছে )

কৃতজ্ঞতাঃ
১।  দ্যা আনলকার. কম
২। মেহেদী ৮৩

প্রকাশঃ একই সংগে প্রজন্ম এবং আমার ব্লগে প্রকাশিত।

লাইসেন্সঃ কোন জায়গায় এই লেখাটি শেয়ার করলে লেখক এর নাম দিতে হবে ।

এইস সিস্টেমে সহজ পদ্ধতিতে রুটিং (প্রজন্মে আমার টপিকে মেহেদী ৮৩ এর লেখা কমেন্ট  )

এখানে উল্লেখ করে দেয়া ভাল যে,  সুপার ওয়ান ক্লিক দিয়ে আমি আমার গ্যালাক্সী এইস কে রুট করতে সক্ষম হই নি। ইনফ্যাক্ট গ্যালাক্সী এইস উইথ জিঞ্জারব্রেড রম কে সুপার ওয়ান ক্লিক দিয়ে রুট করা সম্ভব নয়। পরে অবশ্য একটি সুবিধাজনক একটা উপায়ই পেয়েছি। এত কিছু করতেও হয় নি।

প্রসিডিউর:
ক)  প্রথমে এই লিংক থেকে জিপ ফাইল টি নামিয়ে নিন।
খ) জিপ ফাইল টি এসডি কার্ডে কপি করুন।
গ) ফোন শাট ডাউন করে  রিকভারি মোডে চালু করুন ( Home + Power Button)
ঘ) Apply Update from SD Card অপশনটি সিলেক্ট করুন, উক্ত জিপ ফাইলটি দেখিয়ে কনফার্ম করুন।
ঙ)……… হয়ে গেল রুট। সিস্টেম রিবুট করুন। এ্যাপস লিস্টে অটোমেটিক্যালি Superuser নামে একটা এ্যাপ চলে আসবে। এটা দিয়েই মূলত রুট এ্যাপ্লিকেশন গুলো কাজ করে।